সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজার থেকে পরিত্যক্ত আলমসাধু উদ্ধার করেছে সরোজগঞ্জ পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে আলমসাধুটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারের চোরাই আলমসাধু বিক্রি করতে আসে দু’চোর। আলমসাধুটির দাম কম বলায় বাজারের লোকজনের সন্ধেহ হয়। এসময় দু’চোর আলমসাধুর দাম নিয়ে আলোচনার নাম করে ঘটনাস্থল থেকে সটকে পড়ে। বিষয়টি ডিঙ্গেদহ বাজারের লোকজন সরোজগঞ্জ পুলিশকে অবহিত করলে সরোজগঞ্জ ক্যাম্পের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম আলমসাধুটি উদ্ধার করে ক্যাম্পে নেয়। এসময় সরোজগঞ্জ ক্যাম্পের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, আলমসাধুটির প্রকৃত মালিক যথাযথ প্রমাণ দিয়ে আলমসাধুটি নিয়ে যেতে পারবেন। এ বিষয়ে সরোজগঞ্জ ক্যাম্পে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।