রাষ্ট্রায়ত্ত ৮ ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল
স্টাফ রিপোর্টার: ১২ জানুয়ারি অনুষ্ঠিত রাষ্ট্রায়ত্ত আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল ঘোষণা করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্রায়ত্ত ১৪ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এমডিরা। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ বলেন, ‘ব্যাংকার্স সিলেকশন কমিটি ১২ জানুয়ারির পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘তদন্ত কমিটির প্রধান থাকবেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহমেদ জামাল। সদস্য সচিব থাকবেন বাংলাদেশ ব্যাংকের একজন মহাব্যবস্থাপক। সদস্য থাকবেন রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ও আর্থিক প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি। তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য দু’সপ্তাহ সময় দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের যারা পরীক্ষার দায়িত্বে ছিলেন তাদের কাছে একটি ব্যাখ্যা চাওয়া হবে।’
বেনাপোলে ৩টি পিতলের মূর্তি উদ্ধার
স্টাফ রিপোর্টার: ভারত থেকে ফিরে আসা দুলাল কুমার ঘোষ নামে একজন বাংলাদেশি যাত্রীর ব্যাগ তল্লাশি করে গতকাল মঙ্গলবার সকালে ৩৩ কেজি ওজনের ৩টি পিতলের মূর্তি জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। তার বাড়ি ঢাকার কেরানীগঞ্জের ৪৮/২ মনির হোসেন লেনে। তিনি নিরঞ্জন ঘোষের ছেলে। বেনাপোল চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রের রাজস্ব কর্মকর্তা নমিতা রানী বিশ্বাস জানান, ভারত থেকে ফিরে আসা ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৩টি পিতলের মূর্তি জব্দ করা হয়েছে। মূর্তি ৩টি ডিএম করে জমা দেয়া হয়েছে কাস্টম হাউসে। কর্তৃপক্ষের নির্দেশের পরবর্তী কার্যক্রম শুরু হবে।
বিমানবন্দরে সোয়া ২ কোটি টাকার স্বর্ণসহ আটক ১
স্টাফ রিপোর্টার: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সোয়া ২ কোটি টাকা মূল্যের স্বর্ণসহ একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। ওই যাত্রীর নাম মো. আনোয়ার হোসেন। গত সোমবার রাতে সিঙ্গাপুর থেকে একটি ফ্লাইটে আনোয়ার হোসেন শাহজালালে অবতরণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা অভিযান চালিয়ে তাকে আটক করে। তার কাছ থেকে মোট ৪ কেজি ২৮৬ গ্রাম ওজনের ৪৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে শুল্ক আইনে মামলা দায়ের করার পর বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, আনোয়ার হোসেন গত সোমবার রাতে সিঙ্গাপুর থেকে একটি ফ্লাইটে করে শাহজালালে অবতরণ করেন। গোপন সংবাদ থাকায় গ্রিন চ্যানেল পার হওয়ার পরে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও তিনি তার কাছে স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করেন। পরবর্তীতে যাত্রীর কথাবার্তায় অসঙ্গতি পাওয়ায় শুল্ক গোয়েন্দারা তার দেহ তল্লশি করে অন্তর্বাসের ভেতর কালো কাপড়ে বিশেষভাবে মোড়ানো অবস্থায় এই স্বর্ণের বারগুলো উদ্ধার করে।
যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান বলেন, ‘ল্যান্ডিংয়ের পর অ্যাপ্রনের দিকে যাওয়ার সময় কার্গোর এক পাশের চাকা সামান্য নিচে কাদার মধ্যে নেমে যায়। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
ভর্তি ছাড়াই জাবিতে এক বছর ক্লাস!
স্টাফ রিপোর্টার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোফসেনা ত্বাকিয়া নামের এক শিক্ষার্থী ২০১৬-১৭ সালে ভর্তি না হয়েও এক বছর ক্লাস করেছে। তার গ্রামের বাড়ি শেরপুরের নলিতা বাড়ি। ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী ভেবে নিয়মিত ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করে আসছিলেন। পরে জানা যায় আসলে ওই শিক্ষার্থী জাবিতে ভর্তি হননি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দেয়ার পর তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই শিক্ষার্থী ২০হাজার টাকার বিনিময়ে অপর এক শিক্ষার্থীর মাধ্যমে ভর্তি হয় বলে স্বীকারোক্তি দিয়েছেন। ত্বাকিয়ার দেয়া তথ্য মতে, সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে মুক্তিযোদ্ধা কোটায় অপেক্ষামান ছিলো। সে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে (২২৩৮) ছাত্রী হিসেবে পরিচয় দিতো। প্রক্টর অফিসে স্বীকারোক্তিতে ত্বাকিয়া বলেন, ‘আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নই। কিন্তু আমি ভর্তি জালিয়াতির স্বীকার। আমি আমার অপরাধ স্বীকার করে নিচ্ছি। সাহেদ ইসলাম ওরফে আল আমিন নামের এক শিক্ষার্থী ২০ হাজার টাকার বিনিময়ে জালিয়াতির মাধ্যমে আমাকে ভর্তি করিয়ে দেয়।’