মাথাভাঙ্গা মনিটর: ২০১৭ সালে মোহালি ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে’তে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে রিং ফিঙ্গারে চুম্বন করেছিলেন রোহিত শর্মা। স্ত্রী রীতিকাকে সেই ডাবল ডেডিকেট করেছিলেন ‘হিটম্যান’। সেঞ্চুরিয়নে এবার ফিরে এলো সেই দৃশ্য। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৫০ রানের গণ্ডি টপকে বিয়ের আংটিতে চুমু খেলেন কোহলি। সুপারস্পোর্ট পার্কে দেড়শো হাঁকিয়েই গলার চেনে লাগানো বিয়ের আংটি বার করে চুমু খান ভারত অধিনায়ক। এ যেন বলিউড অভিনেত্রী ও স্ত্রী আনুশকার প্রতি আনুগত্য প্রদর্শন কেহালির।
প্রোটিয়া সফরের প্রথম টেস্টের দুই ইনিংসেই ব্যাট হাতে কোহলি ব্যর্থ হওয়ায় সোশ্যাল মিডিয়ায় আনুশকাকে নিয়ে শুরু হয় ট্রোলিং। নেটিজেনরা কোহলির ব্যর্থতার দায় চাপায় আনুশকার ওপর। সেঞ্চুরিয়নে দেড়শো রান হাঁকিয়ে বিয়ের আংটিতে চুমু খেয়ে, উড়ন্ত চুম্বন দিয়ে সমালোচকদের যেন একহাত নিলেন কোহলি। বুঝিয়ে দিলেন লেডি লাকেই তিনি ঘুরে দাঁড়িয়েছেন।
উল্লেখ্য, আফ্রিকায় সফরে যাওয়ার আগে ডিসেম্বরে ইতালিতে চার হাত এক হয় কোহলি-আনুশকার। এরপর দেশের মাটিতে দুটি রিসেপশন পার্টি দিয়ে দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলতে স্বস্ত্রীক চলে যান ভারত অধিনায়ক।