ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা গ্রামের মাঝপাড়ার এক নারী পাকারাস্তা দখল করে দ্বিতল ভবন নির্মাণ করলেও গ্রামের কেউই তার ভয়ে বাঁধা দিতে পারেনি। অতি সম্প্রতি কার্পাসডাঙ্গা কাস্টমস মোড় হতে কার্পাসডাঙ্গা ফকিরখাল পর্যন্ত রাস্তার সংস্কারের কাজ চললেও সংশ্লিষ্ট ঠিকাদার ওই ভবন না ভেঙে সড়ক সঙ্কুচিত করে পাকাকরণের কাজ করছে। বিল্ডিং না ভেঙে সড়ক সংস্কার করায় লোকজন উপজেলা প্রকৌশলীর সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, কার্পাসডাঙ্গা মাঝপাড়ার পোকা ম-লের মেয়ে মর্জিনা খাতুন ওরফে পুতু প্রায় ১ বছর আগে দুই ফুট পাকারাস্তা দখল করে দ্বিতল ভবন নির্মাণ করেন। পুতুর ভয়ে তার বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি স্থানীয়রা। বর্তমানে ওই রাস্তার সংস্কার কাজ চললেও ঠিকাদার ওই বিল্ডিং না ভেঙেই সড়ক সঙ্কুচিত করে কাজ চালিয়ে যাচ্ছে। বিল্ডিং ভেঙে সড়ক সংস্কারের কাজ করার জোর দাবি জানিয়েছে গ্রামবাসী।