ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প মোড়ে যাত্রী তোলাকে কেন্দ্র করে দু’করিমন চালকদের মধ্যে হাতাহাতি হয়। গতকাল রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনার জের ধরে দামুড়হুদার হাউলী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে করিমন চালক রাসেল উপজেলার কাঞ্চনতলা গ্রামের মধ্যে সুবলপুর গ্রামের আবু বক্করের ছেলে করিমন চালক সাইদের গাড়ি আটকিয়ে গাড়ির হ্যান্ডেল দিয়ে বেধড়ক মারধর করে। সাইদের গাড়িতে থাকা যাত্রী কার্পাসডাঙ্গা ইসলামী ফাজিল বিএ মাদরাসার ১০ম শ্রেণির ছাত্রী কাঞ্চনতলা গ্রামের বাবুর আলীর মেয়ে খাদিজা খাতুন ঠেকাতে গেলে তাকেও হ্যান্ডেল দিয়ে আঘাত করে। তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে করিমনযোগে দামুড়হুদা চিৎলা হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক জানান মাদরাসা ছাত্রী খাদিজা ও করিমন চালক সাইদের একটি করে হাত ভেঙে গেছে। এদিকে দু’গ্রামের করিমন চালকদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। এ বিষয়ে মাদরাসা ছাত্রীর পিতা কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন।