স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হিজলগাড়ি ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ হিজলগাড়ি বাজারপাড়ার তরিকুলকে গ্রেফতার করেছে। গ্রেফতাকৃত তরিকুলকে ফেনসিডিলসহ সদর থানায় সোপর্দ করেছে। চুয়াডাঙ্গার হিজলগাড়ি ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই আমিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিত্তে গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে মাদকবিরোধী অভিযান চালান হিজলগাড়ি বাজারপাড়ায়। ফেনসিডিল বিক্রির সময় পুলিশ বাজারের হাজি আনছার আলীর ব্রিজস্কেলের সামনে থেকে ৫ বোতল ফেনসিডিলসহ হাতে নাতে গ্রেফতার করে বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ি বাজারপাড়ার আবুল কাশেমের ছেলে তরিকুল ইসলামকে (৩০)। এ সময় তরিকুলের সাথে থাকা অপর সঙ্গী পালিয়ে যায়। রাতেই গ্রেফতারকৃত তরিকুলের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক ফেনসিডিলসহ সদর থানায় সোপর্দ করেছে পুলিশ।