ভ্রাম্যমাণ প্রতিনিধি: আলমডাঙ্গায় ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের হক ফিলিং স্টেশন তেলপাম্পের সন্নিকটে এই দুর্ঘটনা ঘটে। আলমডাঙ্গা বাজারে হলুদ বিক্রি শেষে আলমসাধুযোগে এনায়েতপুর গ্রামে নিজবাড়ি ফিরছিলেন এনায়েতপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে হাসান (২৭) রবিউল মল্লিকের ছেলে কাজল (২৫) ও শহিদুল ইসলামের ছেলে নাঈম (১৮) যাওয়ার পথে ঘটনাস্থলে অন্য একটি আলমসাধুকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায় তাদের বহনকারী আলমসাধু। এতে আলমসাধুর নিচে পড়ে ৩ জনই গুরুতর আহত হন। স্থানীয়রা আহত ৩ জনকে উদ্ধার করে আলমডাঙ্গার স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নাঈমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করে।