দামুড়হুদার সদাবরী নতুনগ্রাম ও দর্শনার সভায় এমপি আলী আজগার টগর
দর্শনা অফিস: দর্শনায় বয়স্কদের মধ্যে ভাতা প্রদান, দামুড়হুদার সদাবরী গ্রামের স্কুলে ভবন ও নতুন গ্রামের রাস্তা উদ্বোধন করলেন এমপি আলী আজগার টগর। গতকাল রোববার বিকেলে দর্শনা পৌর প্রবীণ কমিটির আয়োজনে, দর্শনা পুরাতন বাজার সোসাইটি চত্বরে অনুষ্ঠিত বয়স্কদের মধ্যে ভাতা প্রদান, সকাল ১০টায় উপজেলার কুড়–লগাছি ইউনিয়নের সদাবরী মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও দুপুরে নতুন গ্রামের সড়ক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন দারিদ্র, ক্ষুধা ও নিরক্ষরমুক্ত সোনার বাংলাদেশের। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট তাকে সপরিবারে হত্যার মধ্যদিয়ে তার সোনালি স্বপ্নকে ধূলিসাৎ করেছিলো গুটি কয়েক কলঙ্কিত সন্তান। দীর্ঘ ২১ বছর এ দেশের মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত ছিলো। বারবার উন্নয়নের নামে তৎকালীন ক্ষমতাসীনরা কোটি কোটি টাকা লোপাট করে নিজেদের আখের গুছিয়েছেন। জাতির জনকের সুযোগ্য উত্তরসূরি আ.লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশে উন্নয়নের কাজ চলছে অবিরাম। প্রতিশ্রুতিশীল এ সরকার দেশবাসীর কাছে উন্নয়নের যে ওয়াদা করেছিলো সারাদেশে উন্নয়নের মধ্যদিয়ে তা রক্ষা করছে। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন অঞ্চলের দীর্ঘদিনের অবহেলিত সড়ক নির্মাণ, শিক্ষার মান উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের কর্মসূচি বাস্তবায়ন করেছেন। শিক্ষার মান আরও উন্নত করার লক্ষ্যে ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়াসহ বিদ্যালয়ের অবকাঠামোর দিকে সুনজর রয়েছে সরকারের। এছাড়া অবহেলিত জনপদের রাস্তা-ঘাটের ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। সরকার মানবিক দিক বিবেচনা করে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মাতৃত্ব বিভিন্ন ভাতা প্রদান করছে। এ উন্নয়নের ধারাকে ধরে রাখতে হলে আ.লীগ সরকারের কোনো বিকল্প নেই। তাই আবারও শেখ হাসিনা সরকার গঠনে নৌকা প্রতীকে ভোট দিন। দলেদলে সমবেত হোন আ.লীগের পতাকাতলে। দর্শনা সরকারি কলেজের উপাধ্যক্ষ মোশাররফ হোসেন ও সদাবরী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সরোয়ার হোসেন সভাপতিত্বে পৃথক দুটি সভায় এমপি আলী আজগার টগরের সাথে থেকে দর্শনায় আলোচনা করেন, চুয়াডাঙ্গা জেলা আ.লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সাবেক কেরুজ শ্রমিক নেতা হাজি সহিদুর রহমান, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী আনিসুর রহমান, ওয়েভ কর্মকর্তা সাংবাদিক কামরুজ্জামান যুদ্ধ। উপস্থাপনা করেন সাজ্জাদ হোসেন। এসময় ৫০ জন অস্বচ্ছল প্রবীণকে বয়স্কভাতা দেয়া হয়েছে।
কার্পাসডাঙ্গা/কুড়–লগাছি প্রতিনিধি জানিয়েছেন, সদাবরী ও নতুন গ্রামের অনুষ্ঠানে এমপি টগরের সাথে ছিলেন, জেলা আ.লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, ইউনিয়নের আ.লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক উসমান গনি, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ এনামুল করিম ইনু, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আ. হান্নান ছোট, আ.লীগ নেতা রিকাব আলী, আ. খালেক, সিরাজ, সিদ্দিক মেম্বার, ইনসান, সেকারুদ্দিন মেম্বার, আ. রব, নাসির উদ্দিন, আলী গায়েন, রেজাউল করিম, মিন্টু বিশ্বাস, ওবাইদুল্লাহ, শফি, হাসমত আলী, দেলোয়ার হোসেন বিপু, আ. রাজ্জাক, কামরুজ্জামান রিপন, আলমগীর, নাজমুল সালেহিন, আবুজার, ছাত্রলীগ নেতা অপু সরকার, ফারুক, কামরুজ্জামান রানা, ফারুক, জাহিদ, আরিফ, সাজ্জাদ বিশ্বাস, তুহিন আক্তার, সোহেল, রিয়াদ, ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষে ছিলেন জিয়া উদ্দিন বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন বিপু। এসময় সদাবরী মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবন ও ২৩ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে বুইচিতলা খালপাড়া মসজিদ থেকে হরিশচন্দ্রপুর তিন রাস্তা মোড় পর্যন্ত পাঁকা রাস্তার কাজের উদ্বোধন করেন এমপি আলী আজগার টগর।