জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার তিনটি স্পটে সড়ক ডাকাতি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের দোহাটির অদূরে প্রায়শ রাতে ঘটছে ডাকাতির ঘটনা। এছাড়াও জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের সন্তোষপুরের অদূরে বয়ারগাড়ি রাস্তার মুখে ও জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের বাঁকা ব্রিকস ফিল্ডের অনতিদূরে মাঝে-মধ্যে ডাকাতির ঘটনা ঘটছে। রাতে সড়কের নিরাপত্তা দিতে পুলিশের টহল দল নিয়োজিত থাকলেও ডাকাতি প্রতিরোধে অধিকাংশ ক্ষেত্রে তা অবশ্য ব্যর্থ হচ্ছে। ফলে রাতে চলাচলকারীদের ডাকাতি আতঙ্কের মধ্যে চলাচল করতে হচ্ছে। ডাকাতির ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারসহ রাতে সড়কে চলাচল নিরাপদ করার জন্য প্রয়োজনীয় গ্রহণের দাবি জানিয়েছে ভুক্তভোগী এলাকাবাসী।
চলতি শীত মরসুমে সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের দেহাটির অনতিদূরে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘেেটছে। সর্বশেষ গত শুক্রবার রাতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদলের কবল থেকে রোগীবাহী মাইক্রোবাসের যাত্রীরা পর্যন্ত রেহাই পায়নি। লুটেরা ডাকাতদল ঢালাই শ্রমিকদের কাছ থেকেও লুটে নিয়েছে পারিশ্রমিকের মজুরিসহ ব্যবহৃত মোবাইল ফোন। এর পূর্ব দিন বাঁকা ব্রিকস ফিল্ডের অনতিদূরে ডাকাতির উদ্দেশে গাছ কেটে সড়কে বেরিকেড দেয়া হলেও অবশ্য টহল পুলিশের উপস্থিতিতে এ দিন ডাকাতির কোনো ঘটনা ঘটতে পারেনি। এলাকাবাসীর দাবি ডাকাতি রোধে ডাকাতদলের সদস্যদের চিহ্নিত করে আটকসহ রাতে সড়কে পুলিশের কড়া প্রহরার কার্যকরী ব্যবস্থা গ্রহণের।