মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলার ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে পৌষকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহেশপুর থানার অফিসার ইনচার্জ আহম্মেদ কবির, ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার লান্টু, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ শওকত আলী, গাজীরননেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক আবুল কালাম আজদ প্রমুখ। পিঠা উৎসবে গ্রাম-বাংলার ৩০-৩৫ ধরনের পিঠার আয়োজন করা হয়। এদের মধ্যে ৫জনকে প্রথম পুরস্কার, ৫জনকে দ্বিতীয় পুরস্কার এবং বাকি সবাইকে শুভেচ্ছা উপহার দেয়া হয়। বক্তারা বলেন, এ পিঠা উৎসবে আমরা সকলেই গ্রাম-বাংলার ঐতিহ্য পৌষের বিভিন্ন ধরনের পিঠার সাথে পরিচিত হবো এবং তার স্বাদ পাবো। আমাদের সংস্কৃতি থেকে যে সকল পিঠা হারিয়ে যাচ্ছে তা ধরে রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।