গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী বাজারের ব্যবসায়ীদের বহু কাক্সিক্ষত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় তিন সপ্তাহ আন্তরিক প্রচেষ্টার পর ভোটার তালিকা হালনাগাদ শেষে গতকাল শনিবার দুপুরে ত্রি-বার্ষিক নির্বাচনের তফশিল ঘোষণা করেছে বাজার কমিটির নির্বাচন কমিশন। ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ২৯ জানুয়ারি ভোটগ্রহণ করা হবে। তফশিল ঘোষণার পর থেকেই বাজারে ভোটের উৎসব শুরু হয়েছে। গাংনী বাজার কমিটির প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ের সামনে তফশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার হাজি আলফাজ উদ্দীন। ঘোষিত তফশিল অনুযায়ী গতকাল শনিবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। চলবে আজ রোববার বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র জমাদানের শেষ সময় ১৫ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। পরের দিন বাছাই এবং প্রত্যাহারের শেষ সময় ১৭ জানুয়ারি বিকেল ৫টা। প্রতীক বরাদ্দ ১৮ জানুয়ারি এবং ভোটগ্রহণ ২৯ জানুয়ারি সকাল ৯টা হতে বিকেল ৪টা পর্যন্ত। ভোট কেন্দ্র গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ। তফশিল ঘোষণা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাংনী বাজার কমিটির সহকারী কমিশনার রেজাউল করিম, কমিশন সদস্য নবীর উদ্দীন, জাহিদুল ইসলাম, আসাদুল আলম, আনারুল ইসলাম বাবু, হাফিজুল ইসলাম, হাফিজুর রহমান ও মাজেদুল হক মানিক। কমিটির সাংগঠনিক কাঠামো অনুযায়ী সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি, সহসাধারণ সম্পাদক, অর্থসম্পাদক, প্রচার সম্পাদক, দফতর সম্পাদক ও নির্বাহী সদস্য ৮জন ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদ প্রকাশ ও দাবি-আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মোট ভোটারের সংখ্যা ৮৯০জন। এদিকে তফশিল ঘোষণার পর থেকেই শুরু হয় মনোনয়নপত্র গ্রহণ। প্রথম দিনেই সভাপতি পদে আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে বজলুর রহমান ও রফিক, সহসভাপতি পদে সাফিউল বাসার, সহসাধারণ সম্পাদক পদে জিয়ারুল হক ও মইনুল ইসলাম, অর্থসম্পাদক পদে তুহিন রেজা, প্রচার সম্পাদক পদে মনিরুল ইসলাম মনি ও নির্বাহী সদস্য পদে সেকেন্দার আলী, জিল্লুর রহমান, আব্দুল বারী সাগর, বাদশা খান, বিল্লাল হোসেন ও আশিক ইকবাল তুষার মনোনয়নপত্র উত্তোলন করেছেন। তফশিল ঘোষণার পর থেকেই মূলত শুরু হয়েছে ভোটের সমীকরণ। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আরও বেশ কয়েকজন মনোনয়নপত্র উত্তোলন করতে পারেন বলে শোনা যাচ্ছে। অপরদিকে ভোটারদের মধ্যে শুরু হয়েছে ভোটের উৎসব।