সরোজগঞ্জ প্রতিনিধি: আত্মহত্যার প্ররোচনা মামলার আসামি চুয়াডাঙ্গার ধুতুরহাটের শাহার বানুকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার দুপুর ১টার দিকে সরোজগঞ্জ বাজার থেকে শাহার বানুকে গ্রেফতার করা হয়। তাকে গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে ।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের ধুতুরহাট গ্রামের ফল ব্যবসায়ী শহিদুল ইসলামের স্ত্রী শাহার বানুকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। তাকে গতকাল শনিবার দুপুরে সরোজগঞ্জ বাজার থেকে গ্রেফতার করে সরোজগঞ্জ ক্যাম্প পুলিশ। সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, শাহার বানু তার পুত্রবধূ আত্মহত্যার প্ররোচনা মামলার আসামি। তাকে গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।