আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা লোকমোর্চার উদ্যোগে আলোচনা সভা, বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল শনিবার এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় মঞ্চে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা লোকমোর্চার সভাপতি সাবেক পৌর বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা লোকমোর্চার সভাপতি অ্যাড. আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা লোকমোর্চার যুগ্ম-সম্পাদক কোহিনুর বেগম, জেলা পরিষদের সদস্য নুরুন্নাহার কাকলি, লোকমোর্চার সাংগঠনিক সম্পাদক আঞ্জিলা মনোয়ার মিনি, দামুড়হুদা উপজেলার লোকমোর্চার সভাপতি হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিন্টু শাহ, জেলা লোকমোর্চার সদস্য অ্যাড. হানিফ উদ্দিন, লিটু বিশ^াস, অ্যাড. মানিক আকবার, টিপু সুলতান, জেলা লোকমোর্চার সচিব কানিজ সুলতানা। আলমডাঙ্গা উপজেলা লোকমোর্চার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টুর পরিচালনায় উপস্থিত ছিলেন সহসভাপতি গোলাম সরোয়ার, শেখ শফিউজ্জামান, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, দফতর সম্পাদক কলেজিয়েট উপাধ্যক্ষ শামিম রেজা, সদস্য রুনু খন্দকার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার, আনিছুজ্জামান আনিছ, মানোয়ার হোসেন, প্রভাষক রুপালী খাতুন, সাবেক পৌর কাউন্সিলর মনোয়ারা খাতুন, মিরাজুল ইসলাম, আব্দুর রহমান, ডা. আতিকুর রহমান, সাহাবুল হক প্রমুখ।