দামুড়হুদার ঠাকুরপুর ও দর্শনা বিজিবির মাদকবিরোধী পৃথক অভিযান
দর্শনা অফিস: দামুড়হুদার ঠাকুরপুর ও দর্শনা বিজিবি সদস্যরা মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিলসহ অভিযুক্ত ৭ মাদককারবারিকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে আলাদাভাবে থানায় দুটি মামলা দায়ের করেছে বিজিবি। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার তোফাজ্জেল হোসেনের নেতৃত্বে হাবিলদার আশানুল হক গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান, দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর চৌরাস্তা মোড় বটতলা চত্বরে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, বটতলা চত্বর থেকে আটক করা হয় চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া নতুনপাড়ার মোজাম্মেল হকের ছেলে পিন্টুকে। বিজিবি সদস্যরা পিন্টুর কাছ থেকে ২৭ বোতল ফেনসিডিল উদ্ধারের তথ্য দিয়েছে। এ ঘটনায় হাবিলদার আশানুল হক বাদী হয়ে গতকালই পিন্টুর বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। এ দিকে গত শুক্রবার রাত সাড়ে ৮টায় দামুড়হুদার কুড়–লগাছি ইউনিয়নের ঠাকুরপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুস সালাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান ঠাকুরপুর মাঠে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, ঠাকুরপুর মাঠ থেকে আটক করা হয় ঠাকুরপুর গ্রামের মান্দার মোল্লার ছেলে আসাদুল হক, আফসার আলীর ছেলে সাদিকুর, আব্দুস সাত্তারের ছেলে আকরাম, নওশের আলীর ছেলে ই¯্রাফিল, নুরুল হকের ছেলে মালেক ও আনারুল ইসলামের ছেলে শহিদুল ইসলামকে। বিজিবির দেয়া তথ্য অনুযায়ী আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ১২০ বোতল ফেনসিডিল। এ ঘটনায় নায়েব সুবেদার আব্দুস সালাম বাদী হয়ে গতকাল শনিবার দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।