চুয়াডাঙ্গার দশমীর বাবুল নারী নির্যাতন মামলায় গ্রেফতার

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা দশমী দিঘিরপাড়া বাবুলকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার বিকেল ৩টার দিকে বদরগঞ্জ বাজারের নিজ দোকান থেকে নারী নির্যাতন মামলায় তাকে গ্রেফতার করে সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশ ।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের কুতুবপুর ইউনিয়নের দশমী দিঘিরপাড়ার শুকুর আলীর ছেলে বাবুলকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদ ভিত্তিতে বদরগঞ্জ বাজারের নিজ দোকান থেকে তাকে গ্রেফতার করে সরোজগঞ্জ ক্যাম্প পুলিশ। পুলিশ জানাই সে নারী নির্যাতন মামলার আসামি।