স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রয়াত ৭ সদস্যের পরিবারের মধ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সংগঠনের প্রধান কার্যালয়ে ৭ পরিবারের মধ্যে মোট ৬০ হাজার টাকা প্রদান করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য জানিয়ে বলা হয়েছে, সাতগাড়ির মৃত সাইদুর ড্রাইভার, দৌলাতদিয়াড়ের মৃত হাফিজুল ইসলাম ড্রাইভার, যুগিরহুদার মৃত দবির ড্রাইভারের পরিবারের মধ্যে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা, নূরনগরের হেলপার শাহিন, দৌলাতদিয়াড় কোরিয়াপাড়ার সালাম আলী, দর্শনার হেলপার নূর ইসলাম তেতুল ও দৌলাতদিয়াড় সরদারপাড়ার হেলপার কাওছার আলীর পরিবারের সদস্যদের মাঝে ১০ হাজার টাকা করে ৪০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। ৩ জন প্রয়াত ড্রাইভার ও ৪ জন হেলপালের পরিবারের মধ্যে মোট ১ লাখ টাকার অনুদান প্রদানকালে চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রিপন ম-ল, সহ সম্পাদক শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাজুল ইসলাম মণ্টু কার্যকরি সদস্য কালু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন