দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৯জন আসামিকে আটক করেছে। গত বুধবার দিনগত রাতে দামুড়হুদা মডেল থানার এসআই মেজবা, এসআই আসাদ, এসআই তপন কুমার নন্দী, এসআই গফুর, এএসআই সাজেদুল, এএসআই মহিউদ্দীন, এএসআই তৌহিদ ও এএসআই লাভলু সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলা সদরের ঝাঝরি-বেগমপুর গ্রামের মৃত ছাদের আলীর ছেলে আলী হোসেন (৬৫), একই উপজেলার ছোটশলুয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আতিয়ার রহমান (৩৭), বেলগাছি গ্রামের মৃত জালালের ছেলে বাদল (৫০), দামুড়হুদা উপজেলার রুদ্রনগর গ্রামের আজিজুল হকের ছেলে ছাইদুল (৩৯), কার্পাসডাঙ্গার নুহুর ছেলে সাইফুল ইসলাম (৩৮), তারানিপুরের মৃত খোকাই ম-লের ছেলে মজনু (৫২) মজনু’র দু ছেলে রাশিদুল ও জাহিদ, একই গ্রামের নাজিম উদ্দীনের ছেলে আজিজ (৩২), দর্শনা শান্তিপাড়ার শফিকুলের ছেলে রাজু (১৮), একই গ্রামের মান্নান গাজীর ছেলে বাদশা মিয়া (২৬), পরানপুর গ্রামের মনির উদ্দীনের ছেলে আরিফ হোসেন (৩৫), একই গ্রামের বাক্কা ম-লের ছেলে সেলিম উদ্দীন, মৃত শমশের আলীর ছেলে রবিউল, ঠাকুরপুর গ্রামের মৃত ছায়েম ম-লের ছেলে মোতালেব (৪৫) দামুড়হুদা বেগোপাড়ার মৃত আ. রহিমের ছেলে বাবুল, বাবুলের স্ত্রী রাশিদা খাতুন ওরফে রাশি, বড়দুধপাতিলা গ্রামের হোসেন আলীর ছেলে ফরজ আলী, দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আশকার আলীর ছেলে সহিদুল ইসলাম (৪৭)। দামুড়হুদা মডেল থানার ওসি আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আটককৃতদের গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।