জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হাশেম মাস্টারের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী অপর চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের প্রধান ও তার লোকজন এ কাজ করে। এ ব্যাপারে আবুল হাশেম প্রতিকার চেয়ে গতকালই উপজেলা আওয়ামী লীগের সভাপতি বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবুল হাশেম মাস্টারের অভিযোগ থেকে জানা যায়, তিনি আসন্ন বাঁকা ইউনিয়নে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী একজন প্রার্থী। নিজের চেয়ারম্যান প্রার্থীতা জানান দিতে তিনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমার ও প্রধানমন্ত্রী তনয় সজিব ওয়াজেদ জয়ের ছবি সম্বলিত পোস্টার আলিপুর গ্রামে লাগান। রাখাল শাহের মাজারের নিকট থেকে তার কর্মীরা পোস্টার লাগাতে গেলে আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের তাতে বাধ সাধেন। নিষেধ করেন পোস্টার লাগাতে। তার নিষেধ অমান্য করে পোস্টার লাগানো হলে ক্ষিপ্ত হয়ে একপর্যায়ে তিনি ও তার লোকজন আবুল হাশেমের সাঁটানো পোস্টার ছিঁড়ে ফেলেন বলে উপজেলা আওয়ামী লীগ সভাপতি বরাবর গতকালই অভিযোগ করা হয়েছে।