জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার ভোদুয়ায় কৃষকের বিরুদ্ধে সরিষা ক্ষেতে বিষ দিয়ে ছাগল হত্যার অভিযোগ উঠেছে। না জানিয়ে ক্ষেতে বিষ দিয়ে ইচ্ছেকৃত ছাগল দুটি হত্যা করেছে প্রতিবেশি কৃষক। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গার ভোদুয়া গ্রামের মৃত মকছেদ চৌধুরীর ছেলে মালিক জাহাঙ্গীর চৌধুরী ও লাভলু চৌধুরী। দু’সহোদর অভিযোগে জানান, অপর পাড়ার মহাম্মদ ম-লের ছেলে কৃষক কামাল ম-ল (৬৫) সড়কের ধারে তার সরিষা ক্ষেতে কখন বিষ দেন তা অজানা। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় চৌধুরী বাড়ির দু’সহোদরের দুটি ছাগল সরিষা ক্ষেতের পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে পরিবার। সরিষা ক্ষেতে বিষ দিয়ে না বলায় এ ক্ষতি হয়েছে। ইচ্ছেকৃত ছাগল দুটিকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ তুলে ১টি মৃত ছাগল ক্ষেত মালিকের বাড়ির গেটে ফেলে আসে। এসময় দু’প্রতিবেশির মাঝে উত্তেজনা দেখা দেয়। চৌধুরী পরিবার স্বজনেরা দাবি জানান ধাড়ী ছাগল দুটির মূল্য আনুমানিক ১৭ হাজার টাকা। এ দিকে ক্ষেত মালিক জামাল ম-ল দাবি জানান, প্রতিদিনই ছাগল-গরু ছেড়ে দিয়ে প্রতিবেশিরা তার ক্ষেত খাইয়ে বিনষ্ট করছে। তিনি সবাইকে জানিয়ে ক্ষেতে বিষ দিয়েছেন। তাছাড়া যাব পোকা নিধনে তিনি এ সরিষা ক্ষেতে বিষ দিয়েছেন। মৃত্যুর ঘটনা দুঃখজনক। পাল্টাপাল্টি অভিযোগ খতিয়ে দেখে প্রশাসন ব্যবস্থা নেবে বলে গ্রামবাসীর দাবি।