স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও মেহেরপুর বাস মালিক সমিতির দ্বন্দ্বের অবসান ঘটেছে। ফলে আজ শুক্রবার সকাল থেকে দুই জেলার মধ্যে সরাসরি লোকাল বাস চলাচল শুরু হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের আলী হোসেন মার্কেটের মোটর মালিক গ্রুপ কার্যালয়ে অনুষ্ঠিত মালিক-শ্রমিক নেতাদের এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মোটর মালিক গ্রুপের কোষাধ্যক্ষ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। বাস মালিক-শ্রমিক নেতাদের সভায় মোটর মালিক গ্রুপের সভাপতি সালাউদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মেহেরপুর বাস মালিক সমিতির সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ গোলাম রসুল, মেহেরপুর জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সোনা মিয়া, চুয়াডাঙ্গা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এ নাসির জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা আন্ত:জেলা বাস মালিক সমিতির সভাপতি একেএম মইনুদ্দিন মুক্তা, কোষাধ্যক্ষ নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম ও সাধারণ সম্পাদক রিপন ম-ল এসময় উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৫ নভেম্বর চুয়াডাঙ্গা বাস মালিক সমিতির শ্রমিকদের সাথে মেহেরপুর বাস মালিক সমিতির শ্রমিকদের দ্বন্দ্বের জেরে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। উভয় জেলার বাস তাদের নিজ নিজ সীমান্ত এলাকা পর্যন্ত চলাচল করতে থাকে। এর ফলে যাত্রী সাধারণকে দুর্ভোগে পড়তে হয়। দীর্ঘদিন পর সরাসরি বাস চলাচল শুরু হওয়ায় মানুষের মাঝে স্বস্তি ফিরে এলো।