স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় চিকিৎসকদের অনেকে প্রচারের জন্য নানামুখী পদক্ষেপ নিয়েছেন। এরই অন্যতম পাড়া-মহল্লাহসহ বিভিন্ন এলাকায় মাইকিং। এতে শব্দ দূষণ যেমন হয় তেমনি জনসাধারণও বিরক্ত হয়ে থাকে। আবার কোন রোগের জন্য কোথায় যেতে হবে তাও ওই প্রচারে কান দিয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করে বসেন। এ সমস্যা রুখতে সিভিল সার্জন ডা. খাইরুল আলম পদক্ষেপ নিয়েছেন।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে এ প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি বলেন, চিকিৎসকদের প্রচারের লক্ষ্যে নানামুখী প্রচার করে থাকে। বিশেষ করে শুক্রবারকে সামনে রেখে এ প্রচারের মাত্রা বেড়ে যায়। প্রচার মাধ্যমের সাথে যোগ হয় মাইকে প্রচার করা। শুধু চিকিৎসকরাই মাইকে প্রচার করে না। বিভিন্ন সুবিধা দেয়ার কথা জানিয়ে অন্য ব্যবসায়ীরাও মাইকে প্রচার করে থাকে। শহর তৈরি হয় শব্দ দূষণের শহরে। এতে যেমন শব্দ দূষণ হয় তেমনি জনসাধারণও বিরক্ত হয়ে থাকে। শব্দ দূষণ বন্ধ করতে জেলার স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দফতরে নোটিশ দেয়া হয়েছে। একই সাথে দফতরের প্রধানদের অধীনস্থ চিকিৎসকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ডক্টরস চেম্বারের মালিকদের নিকটও একই নোটিশ দেয়া হয়েছে।