চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বুজরুকগড়গড়ি বুদ্ধিমানপাড়ার মিলনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে ২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি বুদ্ধিমানপাড়ার শাকের আলীর ছেলে মিলন হোসেন একজন চিহ্নিত হেরোইন বিক্রেতা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মুহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে বুজরুকগড়গড়ি বুদ্ধিমানপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় তার নিকট থেকে ২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।