কুড়ুলগাছিতে নসিমনের ধাক্কায় ১ শিশু গুরুতর আহত

কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছি বাজারপাড়ায় নসিমনের ধাক্কায় ১ শিশু গুরুতর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয় কুড়ুলগাছি হালদারপাড়ার তেতুল হালদারের মেয়ে প্রিয়াংকা (৫)।
প্রত্যক্ষদর্শী জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে কার্পাসডাঙ্গা থেকে নসিমন দর্শনার দিকে যাওয়ার সময় তালপুকুরের কাছে পৌঁছুলে রাস্তা পার হওয়ার সময় প্রিয়াংকার সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়। এতে শিশু প্রিয়াংকা গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন প্রিয়াংকাকে উদ্ধার করে তার বাবাকে খবর দেন। তিনি প্রিয়াংকাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।