দর্শনা অফিস: দর্শনা সুপার লিগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে দর্শনা ক্রিকেট একাডেমি। দর্শনা বয়েজ ক্লাবের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় কেরুজ স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে অংশ নিয়ে দর্শনা ক্রিকেট একাডেমি ২০ ওভারে ১৮০ রান করে। জবাবে দর্শনা চটকাতলা একাদশ ১০ উইকেট হারিয়ে করেছে ১৩৪ রান। টুর্নামেন্টে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে মেহেদী, ও ম্যান অব দ্যা সিরিজ মিলন। খেলাটি পরিচালনা করেন মনির ও রহিত। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এনায়েত হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহাব্যবস্থাপক (প্রশাসন) মনোয়ারুল ইসলাম, কেরুজ স্কুলের প্রধান শিক্ষক আকরাম হোসেন শিকদার, ডিস্টিলারি সেলস অফিসার শেখ শাহাবুদ্দিন, সাবেক ফুটবলার গিয়াস উদ্দিন পিনা, মনির হোসেন, শাহীন বাবু, হাসিবুল, সোহান প্রমুখ।