শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে চুয়াডাঙ্গা-মেহেরপুরে আলোচনাসভা
মাথাভাঙ্গা ডেস্ক: নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার দিবসটি উপলক্ষে আওয়ামী লীগসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো আলোচনাসভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। আলোচনাসভায় বক্তারা বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি দুপুর ১টা ৪১ মিনিটের সময় বাংলার অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মাঠিতে পা রাখেন। তার এ স্বদেশ প্রত্যাবর্তনে জাতি ফিরে পেয়েছিলো অতি আপনজন। বিএনপি-জামায়াতের বিরুদ্ধে দেশ বিরোধী বিভিন্ন অভিযোগ উত্থাপন করে বক্তারা আরও বলেন, সামনে নির্বাচন তাই আবারও ষড়যন্ত্র হচ্ছে। এর থেকে দেশপ্রেমিক সবাইকে সতর্ক থাকতে হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। এসবই শেখ হাসিনার অবদান। এ উন্নয়ন ধরে রাখতে হলে আগামী নির্বাচনে আবারও নৌকাকে বিজয়ী করতে হবে।
নতুন প্রজন্মকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের পরামর্শ দিয়ে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিলো বলেই এ দেশ বিদেশি শাসনের কবল থেকে মুক্তির স্বাদ পেয়েছে। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সফল রাষ্ট্রনায়ক দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যেতে হবে।
চুয়াডাঙ্গায় স্বদেশ প্রত্যাবর্তন দিবসের প্রথম প্রহরে সকাল সাড়ে ৬টায় কবরীরোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দ। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, যুগ্মসাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নানের নেতৃত্বে আওয়ামী লীগ, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, নাসির আহাদ জোয়ার্দ্দার, ঝন্টু আলী ও মজনুল হক পচা’র নেতৃত্বে চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগ, জাতীয় শ্রমিকলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আফজালুল হক বিশ্বাস ও রিপন ম-লের নেতৃত্বে শ্রমিকলীগ, চুয়াডাঙ্গা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর বেগম, চুয়াডাঙ্গা পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাবিলা রুকসানা ছন্দা ও মিলি ইসলামের নেতৃত্বে মহিলা আওয়ামী লীগ, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে যুবলীগ, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের নেতৃত্বে ছাত্রলীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধঞ্জলি/পুষ্পমাল্য অর্পণ করেন। বেলা সাড়ে ৩টায় চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে মুক্তমঞ্চে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনাসভার আয়োজন করে জেলা আওয়ামী লীগ। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, যুগ্মসাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. শাসুজ্জোহা পিপি, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদুজ্জামান লিটু, অ্যাড. আব্দুল মালেক, কোষাধ্যক্ষ আলী রেজা সজল, শিল্প ও বাণিজ্য সম্পাদক হাবিল হাসান জোয়ার্দ্দার, প্রচার সম্পাদক ফেরদৌস আরা সুন্না, দফতর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক অ্যাড. তালিম হোসেন, সদস্য অ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, চুয়াডাঙ্গা মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর বেগম, চুয়াডাঙ্গা পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাবিলা রুকসানা ছন্দা, জাতীয় শ্রমিকলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আফজালুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক রিপন ম-ল, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা আব্দুল কাদের, সিরাজুল ইসলাম আসমান, আব্দুর রসিদ, রেজাউল করিম, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সহসভাপতি শাহাবুল হোসেন, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক শওকত আলী।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। গতকাল বুধবার দিনটি উপলক্ষে দলীয় কার্যালয়ে সকাল ১০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামী লীগের সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজি খালেদুর রহমান অরুন ও আতিয়ার রহমান। পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে মাল্যদান করেন সভাপতি সম্পাদকসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত অধিকারী, বেলগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমীর দে, পরিমল কুমার কালু ঘোষ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সোনাহার ম-ল ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহম্মেদ ডন, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হকসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন। গতকাল বুধবার সকাল ১১টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিরুল ইসলাম মন্টু ও প্রশান্ত অধিকারী, যুগ্ম সম্পাদক কাজি রবিউল হক, সাংগঠনিক সম্পাদক কাজি খালেদুর রহমান অরুন, আতিয়ার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সমীর কুমার দে, লিপু মোল্লা, চুন্নু মিয়া, পরিমল কুমার কালু ঘোষ, মনিরুল ইসলাম, কোরবান আলী, পৌর যুবলীগের সভাপতি আব্দুল গাফফার, সাধারণ সম্পাদক সোনাহার ম-ল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহমেদ ডন, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামী লীগ এ আলোচনাসভার আয়োজন করেন। জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাড. শাজাহান আলী, যুগ্মসম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজামান, দাবিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুস্তাকিম খোকন, সাধারণ সম্পাদক বাবুল আখতার, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা অ্যাড. রুত শোভা ম-ল প্রমুখ।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনে মেহেরপুর গাংনীতে আলোচনাসভা করেছে আওয়ামী লীগ। গাংনী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল বুধবার বাসস্ট্যান্ড রেজাউল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাহিদুজ্জামান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমএ খালেক। বক্তব্য রাখেন জেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, কৃষকলীগ নেতা ওয়াসিম সাজ্জাদ লিখন, স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক আবুল বাসার, যুবলীগ নেতা হাসান রেজা সেন্টু, পৌর আওয়ামী লীগ শিক্ষা বিষয়ক সম্পাদক কাউন্সিলর মিজানুর রহমান, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদ আহ্বায়ক তারিফুল ইসলাম জীবনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ।