স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি কলেজ মুখরিত ছিলো পিটা উৎসবের আমেজে। গতকাল সকাল ১০টা থেকে মেয়েরা আসলো হরেক সাজে আর ছেলেরা পাঞ্জাবিসহ বিভিন্ন পোশাকে। দুপুর পর্যন্ত বাংলা বিভাগের সকল শিক্ষার্থীদের আনন্দে যেন কলেজ প্রাঙ্গণ হয়ে উঠেছিলো যেন এক মিলনমেলা। হ্যাঁ গতকাল বুধবার চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের আয়োজনে বাংলা বিভাগের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই সকাল সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সরকারি প্রাঙ্গণে বাংলা বিভাগের প্রধান ড. মো.আব্দুল আজিজের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কলেজের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে বাংলা বিভাগের সামনে শেষ হয়। পরে বেলা ১২টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান ফিতা কেটে পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উৎসবমুখর পরিবেশে ৪টা স্টল নিয়ে পিঠা উৎসব পালন করেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন শিক্ষার্থী শাহানাজ পারভীন লিপি।