স্টাফ রিপোর্টার: ‘চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ দেশের দক্ষিণ-পশ্চিমের ২১টিরও বেশি জেলার সাথে রাজধানীর সড়ক যোগাযোগ দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের ওপর নির্ভরশীল। এখানে ব্রিজ নির্মাণ করার পাশাপাশি রাজবাড়ি কুষ্টিয়া অঞ্চলকে শিল্প অঞ্চল হিসেবে গড়ে তুলতে পারলে এলাকার চিত্রই পাল্টে যাবে। জীবনযাত্রার মান প্রত্যাশিত পর্যায়ে নেয়া সম্ভব হবে।’
গতকাল বুধবার দুপুরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরিপারাপারের সময় শিক্ষা-প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপির সাথে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, চুয়াডাঙ্গা পৌর মেয়র যুবলীগ নেতা ওবাইদুর রহমান চৌধুরী, জীবননগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মর্তুজা, রাজবাড়ির গোয়ালন্দ যুবলীগ নেতা নজরুল ম-লসহ স্থানীয় আওয়মী লীগ নেতৃবৃন্দ সৌজন্য আলাপচারিতায় মেতে উপরোলেক্ষিত প্রসঙ্গ টেনে আনেন। এসময় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মাওয়ার ঘাটে পদ্মার ওপর ব্রিজ নির্মাণের চ্যালেঞ্জ বাস্তবায়ন করে জাতির সামনে স্পষ্ট করে দিয়েছেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে উন্নয়ন তালিকায় থাকা কোনোটিকেই তিনি বাদ দেবেন না। ফলে আমরা আশা করতেই পারি, মাওয়ায় পদ্মা ব্রিজের পরপরই আমাদের দৌলতদিয়া-পাটুরিয়ায় পদ্মার ওপর ব্রিজ নির্মাণ হবে। তবে বর্তমানের ফেরী ঘাটে নয়, দেড় দু কিলোমিটার দক্ষিণে নদীর ওপর ব্রিজের সম্ভাব্যতাও প্রাথমিকভাবে যাচাই করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে শিক্ষা প্রতিমন্ত্রী কেরামত আলী পদ্মাপার হয়ে দৌলতদিয়া ঘাটের পল্টুনে নামতেই তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ। এসময় এলাকাবাসীর পক্ষে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী, জীবননগর উপজেলার সাবেক চেয়ারম্যান বাকার বহুবার নির্বাচিত চেয়ারম্যান গোলাম মর্তুজা।