মেহেরপুর অফিস: সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরা, সরকারের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা, এমজিডি অর্জনে সরকারের সাফল্য প্রচার কার্যক্রমে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন মেলা উপলক্ষে বিশেষসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এসএম গোলাম ফারুক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ, মেহেরপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোক্তার হোসেন দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মালেক, জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বশির আহম্মেদ প্রমুখ।