দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় পুলিশ কর্তৃক জব্দকৃত ১১৪ বোতল ফেনসিডিল, ১০ পুরিয়া গাঁজা, ৫ বোতল মদ, ১ বোতল হুইস্কি, ভারতীয় তৈরি কীটনাশক ওষুধ ওস্তাদ ৪০ বোতল, হিল্ডোন বিষ ৮ কৌটা, একটিভ বিষ ৪০ বোতল, ডুপন্ড বিষ ৬২ বোতলসহ ১টি পুরাতন শাড়ি এবং কাদামাটি মাখানো কিছু চুল ধ্বংস করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুস্তাফিজুর রহমানের উপস্থিতিতে ওই সমস্ত মাদকদ্রব্যসহ মালামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি আকরাম হোসেন, ওসি (তদন্ত) জিএম ইমদাদুল হক, এসআই আমজাদ হোসেন, বেঞ্চ সহকারী হাফিজুর রহমানসহ দামুড়হুদা মডেল থানায় কর্মরত সদস্যবৃন্দ। দামুড়হুদা মডেল থানার ওসি মোহাম্মদ আকরাম হোসেন বলেন, থানা হেফাজতে রাখা জব্দকৃত মালামাল বিনষ্ট করে মুলতবী আলামত নিষ্পত্তি আদেশের জন্য দামুড়হুদা মডেল থানার এসআই আমজাদ হোসেন গত ৪ জানুয়ারি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন দাখিল করেন। আবেদনের প্রেক্ষিতে চুয়াডাঙ্গার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম সাইফুল ইসলাম ওই সমস্ত আলামত বিনষ্টকালে উপস্থিত থাকার জন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুস্তাফিজুর রহমানকে মনোনীত করেন। সে মোতাবেক গতকাল বুধবার বিকেলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুস্তাফিজুর রহমানের উপস্থিতিতে ওই সমস্ত মাদকদ্রব্যসহ মালামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।