কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় এক ভূষিমাল ব্যবসায়ী পাওনা টাকা না দেয়ায় বাটখারা দিয়ে মেরে মাথা ফাটানোর অভিযোগ উঠেছে। কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরী গ্রামের রেজাউলের ছেলে পাট ব্যবসায়ী মমিনের কাছে পাটের ৭৭ হাজার টাকা পায় কার্পাসডাঙ্গা বাজারের ভূষিমাল ব্যাবসায়ী
কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের গাজু মোল্লার ছেলে সাদিক ও তারসহযোগী সাইদ। গত মঙ্গলবার এ পাওনা টাকার ঘটনায় বাটখারা দিয়ে মমিনকে মাথায় আঘাত করে সাদিক। ওই ঘটনায় গতকাল বুধবার কার্পাসডাঙ্গা বাজারে সালিশ বৈঠকে স্থানীয় নেতাদের মাধ্যমে সাদিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পাওনা টাকা প্রতি সপ্তায় ২০ হাজার করে দিতে রাজি হয়।