স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকার ডিজিটাল মোড়ের অদূরবর্তীর একটি বাড়ি থেকে বর্জ্য পানি বের হওয়ায় পথচারীরা চরম দুর্ভোগে পড়েছে। বেশ কয়েক মাস ধরে এই বর্জ্য পানিতে রাস্তায় চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এ বিষয়ে বাড়ির মালিক কোনো ব্যবস্থা না নেয়ায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।
জানা গেছে, চুয়াডঙ্গা সদর হাসপাতাল এলাকার ডিজিটাল মোড়ের অদূরে একটি তিনতলা বিশিষ্ট বাড়ি থেকে ৩-৪ চার মাস যাবৎ বিভিন্ন আবর্জনার বর্জ্য পানি বের হচ্ছে। যার ফলে বর্জ্যরে দুর্গন্ধে স্থানীয়দের রাস্তায় চলাচলে চরম দুর্ভোগ পোয়াতে হচ্ছে। বিশেষ করে নামাজি, স্কুলগামী ছাত্র-ছাত্রী ও শিশুদের নাক-মুখ বন্ধ করে চলাচল করতে হচ্ছে। এ বিষয়ে স্থানীয়রা একাধিকবার ওই বাড়ির মালিককে জানালেও কোনো কাজ হয়নি। এমন কি চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র একরামুল হক মুক্তা ও ২নং ওয়ার্ড কাউন্সিলর মুন্সী রেজাউল করিম খোকন সশীররে গিয়ে ব্যবস্থা নেয়ার জন্য বললেও বাড়ির মালিক কোনো ব্যবস্থা না নেয়ায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।