খালেদা জিয়ার প্রচারণায় বাধা নেই:সিইসি

স্টাফ রিপোর্টার: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রচারণায় অংশ নিতে আইনি কোনো বাধা নেই। এক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

এবার খালেদা জিয়ার প্রচারে কোনো বাধা আসবে কি-না- জানতে চাইলে সিইসি বলেন, প্রতিবন্ধকতার প্রশ্নই ওঠে না; উনি (খালেদা জিয়া) বা উনার মতো কেউ প্রচারে গেলে কোনো বাধা দেয়া হবে না। আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই। সবার জন্য সমান সুযোগ দেব আমরা। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোও যেন সহযোগিতা করে। গতবার নির্দলীয়ভাবে হলেও আইন সংশোধনের পর এবার দলীয় প্রতীকে লড়বেন ঢাকা উত্তরের মেয়র প্রার্থীরা।

সিইসি বলেন, আশা করি, এ নির্বাচন উত্সবমুখর হবে। ভোটকেন্দ্রে কোনো গণমাধ্যমকে বাধাও দেয়া হবে না। তবে সাংবাদিক, পর্যবেক্ষকসহ সংশ্লিষ্টরা যেন নীতিমালা মেনেই কাজ করে-সেদিকে নজর রাখতে হবে। আগাম প্রচারণামূলক সামগ্রী নির্ধারিত সময়ে না সরানোয় সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন নূরুল হুদা।