গাংনী প্রতিনিধি: শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে মেহেরপুর গাংনী উপজেলা শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পালের হাতে স্মারকলিপি তুলে দেন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির আহ্বায়ক মহিলা কলেজ অধ্যক্ষ খোরশেদ আলী, যুগ্ম আহবায়ক গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক আফজাল হোসেন, রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাদ্দেস হোসেন, এইচএমএইচভি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, মড়কা জাগরণ কলেজ অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম ফয়সলসহ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ দাবিনামা সম্বলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে তুলে দেন।