গাংনী প্রতিনিধি: বৈদ্যুতিক ট্রান্সফরমারের আগুনে পুড়ে গেলো দরিদ্র কৃষকের পানবরজ। আগুনে পান ও বরজ পুড়ে অন্তত ছয় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মেহেরপুরের গাংনী উপজেলার দিঘলকান্দি গ্রামের আলী কদরের পানবরজে গতকাল মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দিঘলকান্দি গ্রামের আলী কদর মন্ডল একজন পানচাষী। গ্রামের মাঠে এক বিঘা জমিতে তিনি পানবরজ করেন। সেখানে ১৪৫ পিলি পান ছিলো। পান বরজের পাশে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লেগে যায়। ওই আগুন ছড়িয়ে পড়ে বরজে। স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও আগুন নেভাতে পারছিলেন না। অনেক কষ্টে আগুন নেভানো সম্ভব হলেও বরজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বরজ মালিক।