মহেশপুর থানার আরও এক এসআইসহ ৪ পুলিশ ক্লোজড

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ মহেশপুর থানা পুলিশের আরও এক এসআইসহ ৪ পুলিশকে ক্লোজ করা হয়েছে। সড়কে নৈশ কোচে ডাকাতির ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে গতকাল মঙ্গলবার তাদের ঝিনাইদহ পুলিশ লাইনস এ ক্লোজ করা হয়। ক্লোজকৃতরা হলেন, মহেশপুর থানার এসআই আনিছুর রহমান, কনস্টেবল আব্দুল গাফফার, আসাদুল হক ও ইমরান হোসেন। এ নিয়ে গত দুই দিনে দুই এসআইসহ ৮ পুলিশকে ক্লোজ করা হলো। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গত ৪ জানুয়ারি মহেশপুরের পুরোন্দরপুর-বজরাপুর সড়কে নৈশ কোচে ডাকাতি হয়। এসময় ওই এলাকায় এসআই আনিছুর রহমানসহ চার পুলিশ দায়িত্বরত ছিলেন। তাদের দায়িত্বপুর্ণ এলাকায় ডাকাতি হওয়ার কারণে কর্তব্যে অবহেলার দায়ে তাদের ক্লোজ করা হয়েছে। উল্লেখ্য, গত সোমবার মহেশপুর থানার এসআই নাজমুল হক, কনস্টেবল মনিরুজ্জামান, এইচএম এরশাদ ও ওলিয়ার রহমানকেও প্রশাসনিক কারণ দেখিয়ে ক্লোজ করা হয়। বড় ধরনের সোনা কেলেঙ্কারির ঘটনার সাথে ক্লোজকৃত পুলিশ সদস্যরা জড়িত থাকতে পারে এমন গুজব ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, গত বৃহস্পতিবার মধ্যরাতে মহেশপুরের পুরোন্দরপুর নামকস্থানে সোনারতরী পরিবহনে অভিযান চালিয়ে পুলিশ পরিচয়ে শাদা পোশাকে কতিপয় ব্যক্তি ৬৫ পিস সোনার বার উদ্ধার করে। বিষয়টি জানাজানি হওয়ার পর নড়েচড়ে বসে জেলা পুলিশ। এদিকে দুই দিনে মহেশপুর থানার ২ এসআইসহ ৮ পুলিশকে ক্লোজ করার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে।