গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলাম। সবাই তাকে শফি নামেই চেনেন। তিনি তেঁতুলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। অতি সম্প্রতি যুবলীগের দু’পক্ষের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। দু’পক্ষের টান টান উত্তেজনার মধ্যেই তিনি দু’পক্ষের সাথেই কর্মসূচি করছেন। এতে জনমনে প্রশ্ন জেগেছে শফি তুমি কার?
দীর্ঘদিন ধরে তিনি যুবলীগের মোশাররফ হোসেনের সাথে ছিলেন। সম্প্রতি উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা হয়। এতে আহ্বায়ক গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম উপজেলা মিলনায়তনে গণতন্ত্র উত্তোরণ দিবসের আলোচনাসভার আয়োজন করেন। এতে অন্যান্য নেতাদের সারিতে শফিকুল ইসলাম শফি বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি আশরাফুল ইসলামের নেতৃত্বে যুবলীগের রাজনীতি করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এর মধ্যে গতকাল মঙ্গলবার উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন প্রস্তুতিসভার আয়োজন করেন। সেখানেও শফিকুল শফির সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। মোশাররফ হোসেনের সাথে রাজনীতি করার জন্যও শফি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তাই সাধারণ জনগণ ও নেতাকর্মীদের মাঝে প্রশ্ন উঠেছে শফি তুমি কার? জানতে চাইলে শফিকুল ইসলাম শফি বলেন, এর ব্যাখ্যা কিছুই নেই। সেদিন গিয়েছিলাম। আজও ডেকেছিলো তাই গিয়েছিলাম। এর বেশি কিছু জানতে চাইবেন না।