স্টাফ রিপোর্টার: লাইফ স্টাইল এবং হেলথ এডুকেশন ও প্রমোশন প্রোগ্রামের আওতায় জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি বিষয়ক একদিনের অ্যাভোকেসিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন রিসোর্স পার্সন ডা. আলী হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রিসোর্স পার্সন ডা. পরিতোষ কুমার ঘোষ, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির, সিভিল সার্জন অফিসের এমওডিসি ডা. আওলিয়ার রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাস কুমার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকর্মী চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার ও সিনিয়র স্টাফ নার্সসহ আরও অনেকে। প্রধান বক্তা ডা. পরিতোষ কুমার ঘোষ বলেন, আমাদের শরীরকে সুস্থ্য রাখতে হলে তার প্রতি যতœবান হতে হবে। বাড়ির আঙিনাসহ এর আসপাশ পরিষ্কার রাখতে হবে। আমাদের হার্টকে সচল রাখতে সপ্তাহে অন্তত পাঁচদিন ৪০-৪৫ মিনিট করে একটানা হাটতে হবে। সভায় বার্ড ফ্লু, ডেঙ্গু, ভাইরাল হেপাটাইটিস, নিপাহ, অ্যানথ্রাক্স, ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগ ও এর প্রতিশেধক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার রবজেল হক।