সরোজগঞ্জ প্রতিনিধি: সেতু এনজিও সরোজগঞ্জ শাখার গ্রাহকদের সাথে প্রতারণা করার অভিযোগ উঠেছে। ঘটনা সূত্রে জানা গেছে, লোন দেয়ার নাম করে বেশকিছু গ্রাহকদের টাকা পরিশোধ করে নেন। লোন দেয়া তো দূরের কথা গ্রাহকদের সঞ্চয় ফেরত দিচ্ছে না। সেতু এনজিও গ্রাহক দত্তাইল গ্রামের নজির ম-লের ছেলে সাইদুর রহমান ৫লাখ টাকা লোন গ্রহণ করতে আগের লোন পরিশোধ করে এবং সঞ্চয় হিসেবে ৩১ হাজার টাকা জমা করে। তিনি জানান বেশকিছু দিন লোনের জন্য ঘুরেও লোন না পেয়ে সরোজগঞ্জ শাখা অফিসে সঞ্চয়ের টাকা ফেরত নিতে গেলে, সেই টাকাও ফেরত দিচ্ছে না। একাধিক ব্যক্তি একই অভিযোগে তুলে বলেছে আমরা টাকা পরিশোধ করেছি। লোন না দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে।
এ ব্যাপারে সেতু এনজিও অফিসে গেলে সেতু’র সহকারী পরিচালক মোফিজুল ইসলাম পরিচয় দিয়ে জানান সাবেক ম্যানেজার বহিষ্কারকৃত সেলিম উদ্দিন গ্রাহকের লোন পরিশোধ না করেই পরিশোধ লিখে দিয়েছে। এ ব্যাপারে তিনি গ্রাহকদেরকে সময় দেয়ার অনুরোধ জানান। এ ব্যাপারে সাবেক ম্যানেজার সেলিম উদ্দিন মোবাইলফোনে জানান, আমার কর্মদিবসের মধ্যে অফিসে আমি সকল গ্রাহকের টাকা ক্যাসিয়ার পলাশের নিকট বুঝে দিয়ে যায়। আমার নিকট ক্যাসিয়ারের স্বাক্ষরসহ কাগজপত্র আছে। ক্যাসিয়ার টাকা পয়সা আত্মসাৎ করলে তার দায় তো আমি নিতে পারবো না। এছাড়া আমার নিকট থেকে বুঝে নেয়ার পর কিভাবে আমার বিরুদ্ধে অভিযোগ তুলে মামলা করে তা আমার জানা নেই। সঞ্চয়ের টাকা ফেরত পেতে জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেছে সেতুর গ্রাহকগণ।