বেগমপুর প্রতিনিধি: দামুড়হুদা দুধপাতিলা গ্রামের ফয়সাল কৃষ্ণপুর মজিবপাড়ায় মধুবনে গিয়ে গ্যাড়াকলে পড়েছে। বেরসিক জনগণ তাকে ধরে পুলিশে সোপর্দ করেছে। আজ মামলা হবে বলে মেয়ের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের বড় দুধপাতিলা গ্রামের আশরাফ আলীর ছেলে ফয়সাল প্রেমজ সম্পর্ক গড়ে তোলে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কৃষ্ণপুর মজিবপাড়ার জনৈক মেয়ের সাথে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে প্রেমিকার সাথে ঘরের মধ্যে দেখা করতে গেলে বেরসিক জনতা ঘরের মধ্যে তাদেরকে আটকে ফেলে। পরে উত্তমমধ্যম দিয়ে হিজলগাড়ী ক্যাম্প পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় আজ মেয়ের পক্ষ থেকে ফয়সালের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানা গেছে। এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল সকলের সামনে স্বীকার করে যে, ওই মেয়েকে সে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। হিজলগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিরুল ইসলাম বলেন, আটককৃত ফয়সালকে আজ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।