স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মোহাম্মদী শপিং কমপ্লেক্স মার্কেটের ৩ বছর মেয়াদী কমিটি গঠন ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে । গত ২৯ নভেম্বর মার্কেটের সকল ব্যবসায়ীদের আলাপ-আলোচনান্তে সর্বসম্মতিক্রমে ৩ বছর মেয়াদী ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন সম্পন্ন হয়। গতকাল মঙ্গলবার ছিলো নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান। এ অনুষ্ঠানে মোহাম্মদী শপিং কমপ্লেকক্স মার্কেটের ব্যবসায়ীদের পক্ষ থেকে কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। ৩ বছর মেয়াদী কমিটিতে সভাপতি রিপন ম-ল, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাদল, সহসভপতি হাজি আশাবুল হক ফিরোজ, সহসভাপতি-২ সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক হামিদুর রহমান সন্টু, সহসম্পাদক রবিউল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক তানজির আহম্মেদ রনি, প্রচার সম্পাদক রাজু আহম্মেদ সুমন, দফতর সম্পাদক আশাবুল হক, কোষাধ্যক্ষ মনি মিয়া, কার্যনির্বাহী সদস্য সামসুল আলম বাবু, খাইরুল বাশার, ওয়ায়েচ কুরুনী টিটো, রোকন উদ্দীন মিলো, আশরাফুজ্জামান রানা, জাকির হোসেন, মোতাহের হোসেন, আশরাফ বিশ্বাস, শেখ সেলিম, ডাক্তার রফিকুল ইসলাম ও আ. হাই সিদ্দিক। অভিষেক অনুষ্ঠানে কমিটির সভাপতি জেলা শ্রমিক সাধারণ সম্পাদক রিপন ম-ল বলেন, মোহাম্মদী শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ মার্কেটকে গতিশীল করে জেলা শহরে ব্যবসার প্রাণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য প্রয়োজন এ মাকের্টের সকল ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টা।