চুয়াডাঙ্গার বেগমপুর ইউপির ক্রীড়া সামগ্রী বিতরণকালে সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী
নজরুল ইসলাম: সুস্থ দেহ সুস্থ মনের আধার। দেহ সুস্থ না থাকলে মন সুস্থ থাকতে পারে না। আর মন সুস্থ না থাকলে শিক্ষা গ্রহণ করা প্রায় অসম্ভব। তাই শিক্ষার পাশাপাশি খেলাধুলা মনকে করে তোলে আলোকিত। কারণ খেলাধুলার মাধ্যমে মানুষের শারীরচর্চা ও বুদ্ধিবৃত্তির সমন্বয় সাধন করে মেধা বিকশিত করে। তাই বলা যায়, খেলাধুলা শিক্ষার একটি অপরিহার্য অঙ্গ।
গতকাল সোমবার দুপুর ১টায় বেগমপুর ইউপির বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় পরিষদ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী। ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দারের সভাপতিতত্বে বিশেষ অতিথি ছিলেন, হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপন, বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ। ইউপি সচিব আসাবুল হক মাসুদের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান জিল্লুর রহমান জুলমত, ইউপি সদস্য আবু সালেহ, আমিনুল ইসলাম, কায়েস উদ্দীন, আবুবক্কর, এরেঙ ম-ল প্রমুখ। বক্তব্য শেষে প্রধান অতিথি ওয়াশীমুল বারী মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয়, ক্লাবসহ ৪২টি প্রতিষ্ঠানে ফুটবল, ভলিবল, ক্রিকেট বল, ক্রিকেট ব্যাড, নেটসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এছাড়াও প্রধান অতিথি অনুষ্ঠানে যোগদানের পূর্বে বেগমপুর ইউনিয়ন বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি এবং গুণগত মান সরেজমিনে পরিদর্শন করেন।