চুয়াডাঙ্গা শহর সমাজসেবা কার্যালয়ে কম্পিউটার কোর্সে ভর্তির ফলাফল প্রকাশ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার শহর সমাজসেবা কার্যালয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্সের ভর্তি বাছাই পরীক্ষার উত্তীর্ণ ৯০ পরীক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার অফিস কার্যালয়ের নোটিশ বোর্ডে ফলাফল প্রকাশ করা হয়। উত্তীর্ণ পরীক্ষার্থীদের আগামী ১৪ ও ১৫ জানুয়ারির মধ্যে ভর্তি হতে হবে।
শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি-জুন সেশনের উত্তীর্ণ পরীক্ষার্থীরা গত ৫ জানুয়ারি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। ১৯৭জন পরীক্ষার্থীর মধ্যে ৯০জন পরীক্ষার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়। এসব উত্তীর্ণ পরীক্ষার্থীরা ২ হাজার ৮৫০ টাকা এবং মূল প্রবেশপত্র সাথে এনে ভর্তি হতে পারবেন।