স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। গতকাল সোমবার মনোনয়নপত্র প্রত্যাহরের শেষদিন ছিলো। আগামী ২ ফেব্রুয়ারি শুক্রবার ১৯টি সদস্য পদে ৩৪জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে গোপন ব্যালোটে ভোটাররা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা চেম্বার নির্বাচনে সাধারণ সদস্য ১৪টি পদে বিপরীতে ২৭জন প্রার্থী এবং ৫টি সহযোগী সদস্য পদে ৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। গত বৃহস্পতিবার বিকেলে মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করা হয়। ওইদিন সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করে নির্বাচন কমিশন। ১৪টি সাধারণ সদস্য পদে ২৭ প্রার্থী হলেন, চেম্বারের বর্তমান সভাপতি ইয়াকুব হোসেন মালিকের নেতৃত্বাধীন প্যানেলের ১৪জন হলেন, ইয়াকুব হোসেন মালিক, শাহরিন হক মালিক, মনজুরুল আলম মালিক লার্জ, সালাউদ্দিন মো. মোর্তুজা, এসএম তসলিম আরিফ, নীল রতন সাহা, একেএম সালাউদ্দিন মিঠু, আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, তাজুল ইসলাম, হারুন অর রশিদ, কিশোর কুমার কু-ু, মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল, সামসুজ্জামান খোকন ও পবিত্র কুমার আগরওয়ালা। অপরদিকে, আলাদা প্যানেলে ১৩জন প্রার্থীরা হলেন, আলাউদ্দিন হেলা, মানিকুজ্জামান, মোকলেছুর রহমান, ফজলে রাব্বী মুন্সি, মাহবুব আলম, সালাউদ্দিন মল্লিক, হাজী মো. আবুল কালাম, আব্দুল মান্নান, মফিজুর রহমান মনা, জাহিদুল হাসান জোয়ার্দ্দার, দেলোয়ার উদ্দিন জোয়ার্দ্দার দুলু, সামসুদ্দোহা মল্লিক হাসু ও তানজির আহমেদ রনি। ৫টি সহযোগী সদস্য পদে ৭ প্রার্থীরা হলেন, নাসির আহাদ জোয়ার্দ্দার, এএনএম আরিফ, কামরুল ইসলাম, সুরেশ কুমার আগরওয়ালা, মাহবুল ইসলাম সেলিম, ইলিয়াস হোসেন ও ওহিদুল ইসলাম জোয়ার্দ্দার। চুয়াডাঙ্গায় চেম্বার নির্বাচনে ১৪টি সাধারণ সদস্য পদে ৫০১জন ভোটার এবং ৫টি সহযোগী সদস্য পদে ১১৩জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অ্যাড. আশরাফ আলী দায়িত্ব পালন করছেন। নির্বাচন পরিচালনা কমিশনের সদস্য হিসেবে অ্যাড. এমএম মনোয়ার হোসেন ও অ্যাড. তসলিম উদ্দিন ফিরোজ দায়িত্ব পালন করছেন।