মীর মশাররফ হোসেন মিউজিয়ামে চুরি!

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি থেকে তলোয়ার চুরির পরে এবার লাহেনীপাড়ার অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেন মিউজিয়ামের ভেতর থেকে একটা বড় কাঠের দানবাক্স চুরি হয়েছে। গত রোববার দিবাগত রাতের কোনো একসময় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। স্থানীয় ইউপি সদস্য শহিদুল আলম খাঁন জানান, তালা দেয়া অবস্থায় মীর মশাররফ হোসেন মিউজিয়ামের ভেতর থেকে অনেক পুরাতন একটি কাঠের দানবাক্স চুরি হয়ে গেছে। এটা জেলা পরিষদ প্রতি এক বছর পর পর খুলে থাকে। বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা এখানে মিউজিয়ামের উন্নয়নের জন্য দান করে থাকেন। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুজ্জামান জানান, গত রোববার রাতের কোনো একসময় দানবাক্সটি মিউজিয়ামের ভেতর থেকে চুরি হয়েছে। সকালে বিষয়টি জানতে পেরে কুমারখালী থানায় জানানো হয়েছে। সেই সাথে মিউজিয়ামের কেয়ারটেকারকে নির্দেশনা দেয়া হয়েছে।