মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় মেধাবী স্কুল ছাত্রীর মৃত্যু ॥ মামলা দায়ের

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে সড়ক দুর্ঘটনায় স্নিগ্ধা (১০) নামের এক মেধাবী স্কুলছাত্রীর করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বেলা ১০টায়। নিহত স্কুলছাত্রী স্নিগ্ধা মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের ভবানীপুর গ্রামের আসলাম মণ্ডলের মেয়ে ও স্থানীয় রামনগর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী। স্থানীয়রা জানান, স্নিগ্ধা গত রোববার বিকেলে কেদারগঞ্জ বাজারে তার খালু নজরুল ইসলামের বাড়িতে বেড়াতে যায়। ওই দিন সকালে কেদারগঞ্জ বাজারের রাস্তা পার হওয়ার সময় একটি পাওয়ার ট্রিলার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে মারাত্মক আহত হয়। দ্রুত তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে এলাকাবাসী ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় নিহত স্কুলছাত্রীর পিতা আসলাম মণ্ডল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ঘাতক পাওয়ার ট্রিলারের চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।