স্টাফ রিপোর্টার: পূর্বশত্রুতার জেরে জীবননগর সেনেরহুদা মসজিদপাড়ার দেলোয়ার উদ্দীনের স্ত্রী নাজমা বেগমকে কোদাল দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল সোমবার সকালে প্রতিবেশী শামসুল ইসলামের ছেলে রাজুর কোদালের কোপে রক্তাক্ত জখম হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এ সময় নাজমা বেগমের পাশে থাকা তার পরিবারের লোকজন অভিযোগ করে বলেন, তাদের বাড়ির ছাগল, মুরগি প্রতিবেশী রাজুদের বাড়িতে যাওয়া নিয়ে তাদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এক পর্যায়ে গতকাল সোমবার সকালে রাজু প্রতিবেশী নাজমা বেগমকে অশ্লিল ভাষায় গালাগালি করতে থাকে। নাজমা বেগম প্রতিবাদ করতে গেলে রাজুর কাছে থাকা কোদাল দিয়ে তাকে কোপ মারে। নাজমা বেগম হাত দিয়ে ঠেকাতে গেলে তার ডান হাতে কোপ লাগে। নাজমা বেগমের চিৎকার চেঁচামেচিতে পরিবারের অন্যান্য লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে নাজমা বেগমের পরিবারের সদস্যরা বলেন, সে ৭ মাসের অন্তঃসত্ত্বা। তার হাতে ৩১টা সেলাই দেয়া হয়েছে।