মহেশপুরে মোবাইল কোর্টে ২০ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায়

মহেশপুর প্রতিনিধি: গতকাল সোমবার দুপুরে মহেশপুরে মোবাইল কোর্টে ৩ দোকানে ২০হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সুচন্দন ম-ল। মোবাইল কোর্টে ঝিনাইদহ ক্যাবের সভাপতি আমিনুর রহমান টুকু, মহেশপুর উপজেলা ক্যাবের সভাপতি আব্দুর রহমান ও মহেশপুর উপজেলার স্যানেটারি পরিদর্শক মকলেছুর রহমান উপস্থিত ছিলেন। গতকাল সোমবার সকাল ১০টায় মহেশপুর সস্তার বাজারে মা মেডিকেলে ৭ হাজার, মুক্তা হার্ডওয়ারে ৩ হাজার ৫শ’ ও মহেশপুর বাসস্ট্যান্ডে কপোতাক্ষ হোটেলে ১০ হাজার টাকা মোট ২০হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়।