আলমডাঙ্গার কয়রাডাঙ্গায় দুলাভাইয়ের হাতুড়িপেটায় শ্যালক জখম

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার কয়রাডাঙ্গায় দুলাভাইয়ের হাতুড়িপেটায় গুরুতর জখম হয়েছে শ্যালক শাহাবুল ইসলাম। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। জখম শাহাবুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের হানিফ মণ্ডলের ছেলে।
গ্রামসূত্রে জানা গেছে, আলমডাঙ্গার কয়রাডাঙ্গার নাসিরের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে গতকাল সোমবার বেলা ১টার দিকে শ্যালক শাহাবুল তাকে সাবধান করে দিতে যান। এসময় হাতুড়ি নিয়ে দুলাভাই নাসির শ্যালক শাহাবুলের ওপর হামলে পড়েন। হাতুড়িপেটায় গুরুতর জখম হন শাহাবুল। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক কানিজ নাঈমা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তিনি জানান, শাহাবুলের মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে।