স্টাফ রিপোর্টার: দৌলতপুর উপজেলায় উচ্চ মাধ্যমিকের কারিগরি শাখায় ফরম পূরণে দ্বিগুণ অর্থ নেয়ার অভিযোগ পাওয়া গেছে। আবার কিছু পরীক্ষার্থীর নিকট থেকে তিনগুণ পর্যন্ত অর্থ আদায় করা হয়েছে বলে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকগণ জানিয়েছেন।
জানা যায়, কারিগরি শাখায় ৪টি ট্রেডে দুই শতাধিক ছাত্র-ছাত্রী ২০১৮ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়ার জন্য ফরম পূরণ করছে। কারিগরি বোর্ড কর্তৃক ফরম পূরণের ১ হাজার ৪৭৫ টাকা নির্ধারণ করে দিলেও কলেজ কর্তৃপক্ষ প্রতি পরীক্ষার্থীর কাছ থেকে ফরম পূরণ বাবদ ৩ হাজার ১৫০ টাকা ও ৩ হাজার ৮০০ টাকা আদায় করছে। আবার কারও বেতনসহ ৬ হাজার ৭৯০ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক জানান, টাকার অভাবে বাড়ির পাশের কলেজে ছেলেকে লেখাপড়া করাচ্ছি। কিন্তু এত টাকা ফরম পূরণে নেয়ায় আমার মত দিন আনে দিন খায় লোকের কি অবস্থা হবে। তিনি আরও জানান, টাকা বেশি নেয়ার কথা জানতে চাইলে প্রিন্সিপাল সাহেব তাকে জানিয়েছেন সবচেয়ে কম টাকা ধরা হয়েছে। তাই কমানোর কোনো সুযোগ নেই।
এ ব্যাপারে দৌলতপুর কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামানের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।