স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী মোটরচালক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজি মো. আলী হোসেন ও যুগ্মসাধারণ সম্পাদক শাহ আলম খান শাহজাহান স্বাক্ষরিত একটি পত্রে এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। কমিটিতে মেহেদী হাসান সুমনকে আহ্বায়ক, আরিফুল ইসলাম মিল্টনকে যুগ্মআহ্বায়ক ও সৈয়দ আমিরুল ইসলাম জুয়েলকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, হেদায়েত হোসেন বড্ডু, মোশারফ হোসেন, শরীফ উদ্দিন, ছলেমান আলী, বিল্লাল হোসেন, রবকুল আলী, আব্দুর রাজ্জাক ও সোহরব হোসেন।